ঢাকা Thursday, 18 April 2024

মানিকছড়িতে আনারসবোঝাই জিপ উল্টে দুই কিশোরের মৃত্যু

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 00:25, 19 April 2022

আপডেট: 00:26, 19 April 2022

মানিকছড়িতে আনারসবোঝাই জিপ উল্টে দুই কিশোরের মৃত্যু

খাগড়াছড়ির মানিকছড়িতে আনারসবোঝাই জিপ (চান্দের গাড়ি) উল্টে রাজু মারমা (১৫) ও উগ্যজাই মারমা (১৩) নামের দুই কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় রাসাই মারমা (৩৫) নামের আরও একজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে মানিকছড়ির হাতিমুড়া-ডলু সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা রাজু মারমা ডেপুয়াপাড়ার চাইথোয়াই মারমার ছেলে ও উগ্যজাই মারমা হাতিমুড়া এলাকার হ্যাংলা মারমার ছেলে।

রাজু মারমা মানিকছড়ি কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্র ও উগ্যজাই মারমা ওসমানপল্লী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হাতিমৃড়া বাজারে আনারস নিয়ে আসার পথে হাতিমুড়া-ডলু সড়কের উত্তর ডলুপাড়া এলাকার একটি জিপ টিলায় উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বেশ কয়েকবার উল্টে যায়। এসময় জিপে থাকা দুই কিশোর শ্রমিক ঘটনাস্থলে মারা যায়।

গুরুতর আহত রাসাই মারমা উদ্ধার করে মানিকছড়ি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনুর আলম বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।