ঢাকা Thursday, 25 April 2024

পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ার তাপমাত্রা ৮.১  

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: 20:40, 22 January 2022

পঞ্চগড়ে বইছে শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ার তাপমাত্রা ৮.১  

জেলা শহর থেকে হিমালয় পর্বতশৃঙ্গ নিকটবর্তী হওয়ায় দেশের উত্তরের জেলা পঞ্চগড় ‘হিমালয় কন্যা’ হিসেবে খ্যাত। এ জেলায় এখন বইছে মৃদু শৈত্যপ্রবাহ, কুয়াশায় আবৃত চারদিক।

গত কয়েকদিন ধরে চলা তীব্র ঠান্ডা ও মৃদু শৈত্যপ্রবাহে কাহিল হয়ে পড়েছেন জেলার লোকজন। স্থানীয়রা বলছেন, এবারের ঠান্ডার প্রকোপ বেশি। দুর্ভোগে পড়েছে জেলার ছিন্নমূল ও নিম্ন আয়ের লোকজন। কুয়াশায় কারণে হেডলাইট জ্বেলে রাস্তায় গাড়ি চলাচল করছে।

জেলা প্রশাসন জানিয়েছে, জেলার শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাওয়া ৩৩ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। জেলার অসংখ্য ছিন্নমূল ও নিম্ন আয়ের লোকজনকে তীব্র শীতে একটু উষ্ণতা দিতে সমাজের বিত্তবান ও দানশীল ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। 

শনিবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র ৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে। দুদিন ধরে  আকাশ মেঘলা থাকছে। প্রায়ই দেখা মিলছে না সূর্যের।