ঢাকা Saturday, 20 April 2024

চাঁদপুরে বাড়ছে করোনা, শনাক্তের হার, ৩১.৯১%

চাঁদপুর প্রতিনিধি 

প্রকাশিত: 19:29, 22 January 2022

চাঁদপুরে বাড়ছে করোনা, শনাক্তের হার, ৩১.৯১%

চাঁদপুরে একদিনে ৩০জনের করোনার শনাক্ত হয়েছে। এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ১৩জন, ফরিদগঞ্জের ৮জন, হাজীগঞ্জের ৫জন, কচুয়ার ১জন, হাইমচরের ১জন ও মতলব দক্ষিণের ২জন রয়েছেন।

একই দিনে ১৩জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এ দিন মোট নমুনা পরীক্ষা করা  হয় ৯৪টি। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ৩১.৯১%। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, শুক্রবার দিনভর এসব নমুনা সংগৃহীত হয়। রাতে রিপোর্ট পাওয়া গেছে।

জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫৫৯২জন। এর মধ্যে মৃতের সংখ্যা ২৪১জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৫০৩৫জনকে। বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩১৬জন। আক্রান্তদের মধ্যে ১জন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাকীরা হোম আইসোলেশনে আছেন।