ঢাকা Tuesday, 16 April 2024

খোকসায় ২ জুয়াড়ির কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: 20:49, 20 January 2022

খোকসায় ২ জুয়াড়ির কারাদণ্ড

প্রকাশ্য জুয়া খেলার অপরাধে দুজনকে ভ্রাম্যমাণ আদালত তিনদিন করে কারাদণ্ড প্রদান করেছেন। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার খোকসা উপজেলার গোপগ্রাম ইউনিয়নের সাতপাখিয়া গ্রামে।

দণ্ডপ্রাপ্তরা হলেন - উপজেলার গোপগ্রাম ইউনিয়নের সাতপাখিয়া গ্রামের আব্দুল মোন্নাফ (৫৮) ও আসাদুল শেখ (৪২)।

বুধবার (১৯ জানুয়ারি) বিকালে খোকসা থানা পুলিশের একটি টহল দল গোপগ্রাম বাজার থেকে খোকসায় ফেরার পথে সাতপাখিয়া গ্রামের মোতাহার হোসেনের বাঁশবাগানের পাশ দিয়ে আসার পথে রাস্তার পাশে প্রকাশ্যে জুয়া খেলতে দেখে ধাওয়া করে। এ সময় দুজন পালিয়ে গেলেও দুজনকে পুলিশ গ্রেফতার করে। 

বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার ইসহাক আলী প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে বঙ্গীয় আইনের ১৮৬৭-এর (৪) ধারা মোতাবেক আব্দুল মোন্নাফ ও আসাদুল সেককে তিনদিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। 

পরে খোকসা থানা পুলিশের একটি দল আসামিদের গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেন।