ঢাকা Tuesday, 16 April 2024

চাঁদপুরে দ্রুত বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশিত: 20:50, 19 January 2022

আপডেট: 22:43, 19 January 2022

চাঁদপুরে দ্রুত বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা

চাঁদপুরে করোনা পরিস্থিতির আরো অবনতি হয়েছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সোমবার (১৭ জানুয়ারি) একদিনে ৪৮ জনের করোনা শনাক্তের পর মঙ্গলবার (১৮ জানুয়ারি) আরো ৮৭ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে। 

এর মধ্যে চাঁদপুর সদর উপজেলার ৬১ জন, ফরিদগঞ্জের সাতজন, মতলব দক্ষিণের আটজন, হাজীগঞ্জের তিনজন, হাইমচরের চারজন ও শাহরাস্তির চারজন রয়েছেন।

একই দিনে ২০ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার মোট নমুনা পরীক্ষা করা  হয় ৩৫২টি। নমুনা পরীক্ষা অনুযায়ী শনাক্তের হার ২৪.৭১ শতাংশ। চাঁদপুর সিভিল সার্জন অফিস সূত্রে এসব তথ্য জানা গেছে। 

জেলায় বর্তমানে করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৪০৫ জন। এর মধ্যে মৃতের সংখ্যা ২৪১ জন। এ পর্যন্ত সুস্থ ঘোষণা করা হয়েছে ১৪ হাজার ৯৮২ জনকে। 

বর্তমানে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৮২ জন। আক্রান্তদের মধ্যে দুজন হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ও বাকিরা হোম আইসোলেশনে আছেন।