ঢাকা Friday, 29 March 2024

গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের ৩নং পাম্প চালু

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: 01:54, 19 January 2022

গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের ৩নং পাম্প চালু

দীর্ঘ চার বছর ধরে অচল হয়ে পড়ে ছিল গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের ৩নং পাম্প। এটি মেরামত করতে ১২ কোটি টাকা চেয়েছিল বিদেশি প্রকৌশলীরা। তবে দেশী অটোকন ইঞ্জিনিয়ারিং লিমিটেড পৌনে চার কোটি টাকায় অকেজো পাম্পটি সচল করেছেন। 

মঙ্গলবার(১৮ জানুয়ারি) দুপুরে এই পাম্প টি দিয়ে  সেচ কাজ শুরু করা হয়। এর উদ্বোধন করেন পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আব্দুল  হেকিম। তিনি জানান, এই পাম্প টি চালুর ফলে প্রকল্পের সেচ সক্ষমতা বৃদ্ধি পেল। এর ফলে প্রকল্পের আওতাভুক্ত কুষ্টিয়া, চুয়াডাঙ্গা,ঝিনাইদহ,মাগুরা জেলার ১৩ উপজেলার প্রায় ৯৫ হাজার হেক্টর জমিতে চলতি বোরো মৌসুমে নিরবিচ্ছিন্ন ভাবে পানি সরবরাহ সম্ভব হবে।  এসময় অটোকন ইঞ্জিনিয়াররিং লিমিটেডের ব্যাবস্থাপনা পরিচালক এমডি আলি আজাদ, ভেড়ামারা গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের নির্বাহী প্রকোশলী মিজানুর রহমানসহ  গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।