ঢাকা Thursday, 25 April 2024

অস্ত্র-গুলিসহ কক্সবাজারে জলদস্যু আটক

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 19:41, 15 January 2022

অস্ত্র-গুলিসহ কক্সবাজারে জলদস্যু আটক

অস্ত্র ও গুলিসহ ছয় জলদস্যুকে আটক করেছে র‌্যাব। র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার জানিয়েছেন, কক্সবাজারে বঙ্গোপসাগরের মহেশখালী চ্যানেলে শুক্রবার (১৪ জানুয়ারি) রাত ১২টায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা গেছে, মহেশখালী চ্যানেলে ডাকাতির জন্য কয়েকজন অবস্থান করছে খবর পেয়ে র‌্যাব সদস্যরা জেলে ছদ্মবেশে মাছ ধরার ট্রলার নিয়ে সাগরে রাত ৯টা থেকে অভিযান শুরু করেন। রাত ১২টার দিকে একটি ট্রলারে সন্দেহজনক কয়েক ব্যক্তিকে দেখা যায়। এ সময় কৌশলে ট্রলারটি ঘেরাও করে ছয়জনকে আটক করা হয়। পরে ওই ট্রলারে তল্লাশি করে দেশি তিনটি বন্দুক ও ১১টি গুলি জব্দ করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল খাইরুল ইসলাম সরকার জানান, আটককৃতরা দীর্ঘদিন ধরে সাগরে জলদস্যুতা করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে কক্সবাজার সদর থানায় মামলার প্রস্তুতি চলছে।