ঢাকা Friday, 29 March 2024

জাকিয়া হত্যা মামলার রায় ঘোষণা ২৭ জানুয়ারি

স্টার সংবাদ

প্রকাশিত: 21:13, 13 January 2022

আপডেট: 21:21, 13 January 2022

জাকিয়া হত্যা মামলার রায় ঘোষণা ২৭ জানুয়ারি

গোপালগঞ্জের বেদগ্রামের আলোচিত জাকিয়া মল্লিক হত্যা মামলার রায় আগামী ২৭ জানুয়ারি ঘোষণা করা হবে। বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. জাকির হোসেন রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন।

তথ্য মতে, ২০০৫ সালে ভুক্তভোগী জাকিয়ার সঙ্গে মোর্শেদায়ান নিশানের বিয়ে হয়। বিয়ের পাঁচ বছর পর নিশান তার বউয়ের কাছে যৌতুক দাবি করার পর থেকে সংসারে অশান্তি শুরু হয়। এর ধারবাহিকতায় ২০১৬ সালের ৪ ফেব্রুয়ারি রাতে জাকিয়াকে কুপিয়ে হত্যা করা হয়।

এ ঘটনায় জাকিয়ার বাবা জালাল উদ্দিন মল্লিক বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় নিশানকে প্রধান আসামি করে ৪ জনের বিরুদ্ধে মামলা করেন।

মামলার আসামিরা হলেন- ভুক্তভোগীর স্বামী মোর্শেদায়ান নিশান, এহসান সুজন, আনিচুর রহমান ও হাসান শেখ। তাদের মধ্যে নিশান পলাতক।