ঢাকা Thursday, 28 March 2024

অপরাধীদের সুপথে আনার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে থানাহাজতে পাঠাগার 

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: 20:33, 13 January 2022

অপরাধীদের সুপথে আনার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে থানাহাজতে পাঠাগার 

নতুন প্রতিজ্ঞায় জীবন গড়ার প্রয়াসে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে থানা হাজত পাঠাগার প্রতিষ্ঠা করা হয়েছে। পুলিশের এমন উদ্যোগ প্রশংসনীয় বলে অভিমত ব্যক্ত করেছে সুধীমহল।

‘শাস্তি নয়, সংশোধন বসে বসে জ্ঞানার্জন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘থানা হাজত পাঠাগার’ গড়ার মূল উদ্দেশ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

বুধবার (১২ জানুয়ারি) পীরগঞ্জ থানায় পাঠাগারটি উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন। পীরগঞ্জ জোনের সার্কেল এএসপি আহসান হাবিব এ তথ্য নিশ্চিত করেছেন।

পীরগঞ্জ থানার পাঠাগারটিতে তিন তাকে রাখা হয়েছে বই। কাঠের ফ্রেমের সামনে দেয়া হয়েছে স্বচ্ছ কাচ।

আটক যে কেউ সেখান থেকে বই পছন্দ করতে পারবেন। মনোনীত বইটি পুলিশ সদস্য তাকে পৌঁছে দেবেন।

এএসপি আহসান হাবিব বলেন, অপরাধী হয়ে আমরা কেউই জন্মাই না। পরিবেশ-পরিস্থিতির কারণে আমরা অনেক সময় ভুল করে বসি। হয়ে যাই মামলার আসামি। আবার কখনো সঠিক পথ প্রদর্শনের অভাবে অনেকে ভুল পথে পা বাড়াই। অপরাধ করার পর এমন অনেকে আছেন, যাদের আফসোসের সীমা থাকে না।

তিনি বলেন, ক্ষণিক ভুল বা ছোট অপরাধে প্রতিদিন কিছু মানুষ থানার হাজতে আটক থাকেন। তাদের মধ্যে বিভিন্ন বয়সের নানা শ্রেণি-পেশার মানুষ‌ থাকেন। আটক থাকা অবস্থায় নিজেদের অপরাধী না ভেবে বরং নিজেদের শুধরে নেয়ার নতুন প্রতিজ্ঞা নিয়ে যেতে পারেন, সে লক্ষ্যে পীরগঞ্জ থানায় ‘থানা হাজত পাঠাগার’ করা হয়েছে।

এএসপি জানান, শখানেক বই নিয়ে এ পাঠাগার শুরু হয়েছে। ধীরে ধীরে বইয়ের সংখ্যা আরো বাড়ানো হবে।