ঢাকা Friday, 29 March 2024

ইউপি নির্বাচন কেন্দ্র করে গরুর সাথে নৃশংসতা

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 23:02, 9 January 2022

ইউপি নির্বাচন কেন্দ্র করে গরুর সাথে নৃশংসতা

নির্বাচনে জয় পেয়ে পরাজিত প্রার্থীর সমর্থকের গরুর চার পা এবং মাথা কেটে নেয়ার মত বর্বর কাণ্ড ঘটেছে পটুয়াখালীর কলাপাড়ায়। শনিবার (৮ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে উপজেলার টিয়াখালী ইউপির পশ্চিম রজপাড়া গ্রামে এ নৃশংস ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী মনিরুল ইসলাম নামের এক কৃষক। মনিরুল ইসলাম নামের অভিযোগ, তিনি নৌকার সমর্থক হওয়ার কারণে এ ঘটনা ঘটানো হয়েছে।

কৃষক মনিরুল ইসলাম বলেন, ‘গতরাতে আমাকে মারার জন্য আমার বাড়িতে আসে মালেক খান (৬৫), মিজান খান (৪০), রায়হানসহ (২৫) আরও কয়েকজন। তারা এসে আমাকে ডাকাডাকি করে। আমি বাড়িতে একা থাকায় কোনো সাড়া দিইনি। তারা আমার ঘরের বেড়া, দরজা ধরে টানাটানি শুরু করে। তারপরও আমি ঘর থেকে বের না হলে তারা গোয়ালঘর থেকে একটি গরু বের করে নিয়ে যায়। তারা গরুটির পা ও মাথা বিচ্ছিন্ন করে কিছু অংশ নিয়ে গেছে আর কিছু অংশ রেখে গেছে। আমি নৌকার সমর্থক হওয়ার কারণে তারা এ নৃশংস ঘটনা ঘটিয়েছে।’

টিয়াখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মশিউর রহমান শিমু বলেন, আমি নৌকা প্রতীকে নির্বাচন করেছি। কৃষক মনিরুল আমার সমর্থক ছিলেন। এ কারণে স্বতন্ত্র প্রার্থী সুজন মোল্লার সমর্থকরা তার এই সর্বনাশ করেছে। এর আগেও তারা তাকে কয়েকবার হত্যার হুমকি দেয়।’

এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় ওই কৃষক একটি মামলা করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।