ঢাকা Friday, 29 March 2024

হরিরামপুরে জয়ী প্রার্থীর কান ছিঁড়ে দিলেন পরাজিত প্রার্থী

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 22:55, 7 January 2022

হরিরামপুরে জয়ী প্রার্থীর কান ছিঁড়ে দিলেন পরাজিত প্রার্থী

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার যাত্রাপুর গ্রামে হাবেজা বেগম এক নারী ইউপি সদস্যের ওপর হামলা চালিয়ে কান ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। হাবেজা বেগম বয়রা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের নব নির্বাচিত ইউপি সদস্য। শুক্রবার (৭ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানান, হাবেজা বেগম হেলিকপ্টার প্রতীক নিয়ে বিপুল ভোটে বিজয়ী হন। একই এলাকার কলম প্রতীকের প্রার্থী নার্গিস আক্তার তার কাছে পরাজিত হন। সকালে বিজয়ী প্রার্থী বাড়ির উঠানে দাঁড়িয়ে ছিলেন এ সময় পরাজিত প্রার্থী নার্গিস আক্তার তার লোকজন নিয়ে দেশীয় অস্ত্রসহ হামলা করে। এ সময় হাবেজা বেগমের কান ছিঁড়ে যায়। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত পরাজিত প্রার্থী নার্গিস আক্তার বলেন, বিজয়ী প্রার্থীর বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আমাকে গালিগালাজ করেন। আমার দিকে মারতে আসলে আমি ধাক্কা দেই। পরে গিয়ে কান কেটে গেছে।

হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।