ঢাকা Friday, 19 April 2024

পঞ্চগড়ের ৮ ইউনিয়নে বিজয়ী যারা

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: 20:41, 6 January 2022

পঞ্চগড়ের ৮ ইউনিয়নে বিজয়ী যারা

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার আট ইউনিয়নে ভোটগ্রহণ হয়েছে বুধবার (৫ জানুয়ারি)। এই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। আটটির মধ্যে চারটিতেই বিজয়ী হয়েছে নৌকা। বাকি চারটিতে বিএনপি এবং জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন। 

আওয়ামী লীগ মনোনীত বিজয়ীরা হলেন - পামুলী ইউনিয়নে মণিভূষণ রায়, টেপ্রিগঞ্জ ইউনিয়নে গোলাম রহমান সরকার, দন্ডপাল ইউনিয়নে আজগর আলী এবং চেংঠি হাজরাডাঙ্গা ইউনিয়নে আমিনুর রহমান।

এদিকে স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে চিলাহাটি ইউনিয়নে বিএনপি সমর্থিত হারুন অর রশিদ (মোটরসাইকেল), শালডাঙ্গা ইউনিয়নে বিএনপি সমর্থিত ফরিদুল ইসলাম (ঘোড়া), সোনাহার মল্লিকাদহ ইউনিয়নে জামায়াত সমর্থিত মশিউর রহমান (ঘোড়া) এবং সুন্দরদিঘী ইউনিয়নে জামায়াত সমর্থিত মাওলানা আব্দুল হালিম (ঘোড়া) বিজয়ী হয়েছেন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, আট ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এসব ইউনিয়নে মোট ভোটার এক লাখ ৩৯ হাজার ৭৬৮ জন। তাদের মধ্যে পুরুষ ৭০ হাজার ৭৭৩ জন এবং নারী ভোটার ৬৮ হাজার ৯৯৫ জন।