ঢাকা Thursday, 25 April 2024

শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় খুন হন কিশোরী জুবা

স্টার সংবাদ 

প্রকাশিত: 23:03, 31 December 2021

আপডেট: 23:05, 31 December 2021

শারীরিক সম্পর্কে রাজি না হওয়ায় খুন হন কিশোরী জুবা

প্রেমিকের সঙ্গীর সঙ্গে শারীরিক সম্পর্ক করতে রাজি না হওয়ায় খুন করা হয় ওই হবিগঞ্জের নবীগঞ্জে কিশোরী জুবা আক্তারকে (১৭)। ক্লুলেস হত্যাকাণ্ডটির রহস্য উদ্ঘাটন করে এমন তথ্য জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

পিবিআই বলছে, গত ২৭ ডিসেম্বর উপজেলার বাঘাউড়া গ্রামে বাড়ির পাশের জমি থেকে হত্যাকাণ্ডের শিকার জুবার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন নিহতের বাবা ছুফি মিয়া বাদী হয়ে অজ্ঞাদ কয়েকজনকে আসামি করে একটি মামলা করেন। 

এরপর ক্লুলেস এ হত্যাকাণ্ডের তদন্তে নেমে গত ২৯ ডিসেম্বর রাতে পিবিআই নবীগঞ্জ থেকে তার প্রেমিক খলিল উদ্দিনকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যে গ্রেফতার করা হয় তার অপর সঙ্গী গোলাম হোসেনকে। এসময় হত্যায় ব্যবহৃত ওড়না ও ব্লেড জব্দ করা হয়। 

পরে বৃহস্পতিবার রাতে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নিহত কিশোরীর প্রেমিক খলিল উদ্দিন (২০)। জবানবন্দি রেকর্ড করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তাহমিনা হক।

হবিগঞ্জ পিবিআইয়ের পুলিশ সুপার মো. আল মামুন শিকদার জানান, হত্যাকাণ্ডের ঘটনাটি একেবারেই ক্লুলেস ছিল। আমরা প্রযুক্তির সহায়তায় হত্যার রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি। ঘটনার সঙ্গে সম্পৃক্ত দুজনকেই গ্রেফতার করা হয়েছে। 

খলিলের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাতে পিবিআই জানায়, নবীগঞ্জ উপজেলার হরিনগর গ্রামের মৃত ইরশাদ উল্লাহর ছেলে সবজি বিক্রেতা গোলাম হোসেনের (৫০) মাধ্যমে একই গ্রামের মিরাশ উদ্দিনের ছেলে খলিল উদ্দিনের সঙ্গে পরিচয় হয় বাঘাউড়া গ্রামের ছুফি মিয়ার মেয়ে জুবা আক্তারের (১৭)। 

গোলাম হোসেনের কাছ থেকে জুবার মোবাইল ফোন নম্বর নিয়ে তার সঙ্গে কথা বলে খলিল। এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। জুবা নিজেকে প্রেমিকের কাছে রীমা নামে পরিচয় দিতো। কয়েকদিন আগে তারা দেখা করে শারিরীক সম্পর্ক করে। 

সম্প্রতি জুবা অসুস্থতার কথা বলে খলিলের কাছে দুই হাজার টাকা ধার চায়। ২৬ ডিসেম্বর দিনগত মধ্যরাতে দেখা করে টাকা নিতে বলে খলিল। ওইদিন সন্ধ্যায় খলিলের সঙ্গে দেখা হয় গোলাম হোসেনের। এ সময় সে জানায় রাতে জুবার সঙ্গে দেখা করতে যাবে। তখন গোলাম হোসেনও তার সঙ্গে যাওয়ার ইচ্ছা পোষণ করে। 

দুজনে মধ্যরাতে জুবার সঙ্গে দেখা করতে যায়। কিছুক্ষণ পর জুবা বাড়ির অদূরে হাওরে একটি জমিতে প্রেমিক খলিলের সঙ্গে দেখা করতে আসে। এ সময় তারা শারিরীক সম্পর্কে লিপ্ত হয়। 

বিষয়টি দূর থেকে লুকিয়ে দেখে গোলাম হোসেন। তাদের শারিরীক সম্পর্ক শেষ হওয়ার পর গোলাম হোসেন ছুটে এসে জুবার সঙ্গে শারিরীক সম্পর্ক স্থাপন করতে জোরজবরদস্তি করতে থাকে। 

জুবা তাতে আপত্তি করে। কোনো অবস্থাতেই জুবাকে রাজি করানো সম্ভব হয়নি। এক পর্যায়ে গোলাম হোসেন ওড়না দিয়ে তার হাত ও গলা পেঁচিয়ে ধরে।এরপর দুজন ওড়নার দুদিক থেকে টান দিলে জুবা শ্বাসরোধ হয়ে গোঙাতে থাকে। পরে সঙ্গে থাকা ব্লেড দিয়ে গলা কেটে তাকে হত্যা করে ফেলে চলে যায় তারা। ২৭ ডিসেম্বর সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ জমি থেকে জুবার গলাকাটা লাশ উদ্ধার করে।