ঢাকা Thursday, 25 April 2024

এসএসসিতে ফেল করায় আত্মহত্যা

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 19:21, 31 December 2021

আপডেট: 19:29, 31 December 2021

এসএসসিতে ফেল করায় আত্মহত্যা

প্রতীকী ছবি

এসএসসিতে ফেল করায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে এক শিক্ষার্থী। তার নাম সুইটি খাতুন (১৭)। সে রাজশাহীর চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়নের বেলঘরিয়া পূর্বপাড়া গ্রামের লিটন আলীর মেয়ে এবং বেলঘরিয়া আব্দুস সাত্তার উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যার আগে ঘরের আড়ার সঙ্গে গলায় রশি বেঁধে সে আত্মহত্যা করে বলে জানা গেছে। 

বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল ইসলাম জানান, এসএসসি পরীক্ষার ফলে সুইটি অন্যান্য বিষয়ে পাস করলেও অঙ্কে ফেল করে। এরপর বাড়ি ফিরে নিজ কক্ষে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বাড়ির লোকজন একসময় বিষয়টি জানতে পেরে দ্রুত তাকে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিদ্যালয়টির প্রধান শিক্ষক নজরুল ইসলাম জানান, মেয়েটি লেখাপড়ায় অনেক ভালো ছিল। কিন্তু এক বিষয়ে ফেল করায় সে কেন এমন করল, বুঝতে পারলাম না। 
 
কাটাখালী থানার ওসি ছিদ্দিকুর রহমান জানান, এসএসসি পরীক্ষায় ফেল করায় সুইটি নামে এক ছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় কোনো আপত্তি না থাকায় ময়নাতদন্ত ছাড়াই নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।