ঢাকা Saturday, 20 April 2024

লাখো পর্যটকের পদচারনায় মুখোরিত রাঙ্গামাটি

স্টার সংবাদ 

প্রকাশিত: 19:00, 18 December 2021

আপডেট: 00:06, 19 December 2021

লাখো পর্যটকের পদচারনায় মুখোরিত রাঙ্গামাটি

দীর্ঘ সময়ের করোনার ছোবলের পর ঘুরে দাঁড়াচ্ছে রাঙ্গামাটির পর্যটন শিল্প। গত তিন দিনের বন্ধে পর্যটকের পদচারণার আবারও মুখর হয়ে উঠেছে পার্বত্য জনপদ রাঙ্গামাটি। পার্বত্য অঞ্চলের অন্যতম রাঙ্গামাটির লেক পাহাড় ঘেরা প্রাকৃতিক নৈসর্গে অপরূপ সৌন্দর্য্য মুগ্ধ করছে পর্যটকদের। করোনা মহামারির নিষেধাজ্ঞা কাটিয়ে শীতের শুরুতে এমন পর্যটকের ঢল রাঙ্গামাটির পর্যটনের উপর নির্ভরশীল ব্যক্তিদের আনন্দের বহিঃপ্রকাশ ঘটছে। দীর্ঘ করোনার বন্ধি জীবন থেকে মুক্ত বাতাস নিতে ও ইট-পাথরের শহরের যান্ত্রিক জীবনের একঘেয়েমি দূর করতে ভ্রমণপিপাসু মানুষ বেছে নিয়েছে প্রাকৃতিক সৌন্দর্য্যরে রাঙ্গামাটিকে। পরিবার পরিজন নিয়ে ছুটে এসেছেন পর্যটকরা।

এদিকে অতিমাত্রায় পর্যটকদের আগমনের ফলে মোটেলের রুম খালি নেই। এছাড়াও অতিরিক্ত ভাড়া আদায়সহ বিভিন্ন পন্যের দাম বেশি রাখার অভিডযাগ উঠেছে স্থানীয় ব্যাবসায়ীদের বিরুদ্ধে। 

তবে এত সমস্যার পরেও পাহাড় লেকের এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পেয়ে খুশি পর্যটকরা। ঢাকার বাড্ডা এলাকা থেকে আসা পর্যটক সুমিত ব্যানার্জী জানান, লেক পাহাড়ের অপরূপ মিলন স্থল রাঙামাটি। দেশের আর কোথাও এ ধরনের সৌন্দর্য্য উপভোগের জায়গা নেই। তবে অতিমাত্রায় লোক সমাগমের সুযোগে কিছু কিছু ক্ষেত্রে বাড়তি টাকা আদায়ের অভিযেগ করেন তিনি। তবে সব মিলে সন্তুষ্টি প্রকাশ করেন তিনি।

পর্যটন ঘাটের বোট ইজারাদার মোঃ রমজান আলী বলেন, অনেক দিন পর রাঙ্গামাটিতে বিপুল পরিমান পর্যটকের সমাগম হয়েছে। পর্যটকরা রাঙ্গামাটির কাপ্তাই হ্রদ সহ বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াচ্ছে। বোটে চাড়ে হ্রদ ও পাহাড়ের মিতালী উপভোগ করছেন তারা ফলে বোটের চাহিদা বেড়ে গেছে বলে জানান তিনি।

হোটেল মালিক সমিতির যুগ্ম সম্পাদক মোঃ মোস্তফা কামাল উদ্দিন জানান, রাঙ্গামাটির সবগুলো হোটেল, মোটেল ও গেস্ট হাউজ এক মাস আগে থেকে বুকিং হয়ে রয়েছে। রাঙ্গামাটির কোন হোটেল মোটেলে সীট খালি নেই। অনেক পর্যটক রুম না পেয়ে ফিরে যেতে দেখা গেছে। এদিকে পর্যটকদের চাহিদা মেটাতে বাড়তি প্রস্তুতি নিয়ে রেখেছে ব্যবসায়ীরা বলে জানিয়েছেন তিনি।

পর্যটন কর্পোরেশনের ম্যানেজার সৃজন কান্তি বড়ুয়া জানান,  দীর্ঘদিন করোনা মহামারির নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও পর্যটক এসেছেন রাঙ্গামাটিতে। এই ধারা অব্যাহত থাকলে দীর্ঘদিনের ক্ষতি কাটিয়ে উঠা সম্ভব হবে বলে তিনি মনে করেন।

এদিকে আগত পর্যটকদের সব ধরনের নিরাপত্তা দিয়ে যাচ্ছে ট্যুরিস্ট পুলিশের সদস্যরা। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সকলকে শারীরিক দুরত্ব বজায় রাখাসহ মাস্ক ব্যবহারে সকলকে উৎসাহিত করছেন তারা।