ঢাকা Thursday, 25 April 2024

ফেনীতে বন্য হাতির তাণ্ডব, আতঙ্কে এলাকাবাসী

স্টার সংবাদ 

প্রকাশিত: 17:57, 18 December 2021

আপডেট: 19:23, 18 December 2021

ফেনীতে বন্য হাতির তাণ্ডব, আতঙ্কে এলাকাবাসী

ভারতের ত্রিপুরা থেকে আসা দলছুট একটি হাতি সীমান্তবর্তী এলাকা হয়ে ফেনীতে ঢুকে তাণ্ডব চালাচ্ছে। দিনে হাতিটি বনাঞ্চলে থাকলেও রাতের বেলা জেলার বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়ে বেড়াচ্ছে। এতে করে এলাকায় আতংক বিরাজ করছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত থেকে হাতিটির সন্ধানে বন বিভাগ কাজ করলেও এখন পর্যন্ত পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে হাতিটি পাঁচগাছিয়ার কাশিমপুর এলাকায় অবস্থান করে ফসলি জমির ক্ষতি করেছে। এছাড়াও আশে পাশের এলাকায়ও হাতিটি বিচরণ করে বিভিন্ন ধরনের ক্ষতি করেছে।
বন বিভাগের ফেনী সদর উপজেলা রেঞ্জ কর্মকর্তা তপন কুমার দেবনাথ জানান, গহীন পাহাড়ি এলাকা থেকে হাতিটি লোকালয়ে চলে এসেছে। সেটি আবার ফিরে যাবে। বৃহস্পতিবার রাতে হাতিটিকে সদর উপজেলার ধর্মপুরে দেখা গেছে। এর আগে হাতিটি পাঁচগাছিয়া ইউনিয়নের কাশিমপুরে দেখেছে স্থানীয়রা। হাতিটি রাতের বেলায় বিভিন্ন স্থানে ঘুরে বেড়ালেও দিনের বেলায় এখন পর্যন্ত কেউ দেখতে পায়নি।  এখন পর্যন্ত বন বিভাগ থেকে হাতিটির সুনির্দিষ্ট অবস্থান নিশ্চিত হওয়া যায়নি। সম্ভাব্য স্থানগুলোতে হাতিটি দেখা গেলে কোনো ক্ষতি না করে তাৎক্ষণিক বন বিভাগকে খবর দিতে বলা হয়েছে।