ঢাকা Saturday, 20 April 2024

বাসুদেবপুর নিষিদ্ধ ইঞ্জেকশনসহ আটক ২

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 19:03, 16 December 2021

বাসুদেবপুর নিষিদ্ধ ইঞ্জেকশনসহ আটক ২

হিলিতে নিষিদ্ধ বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। গতকাল বুধবার (১৫ ডিসেম্বর) রাতে উপজেলার মধ্য বাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ দুজনকে আটক করা হয়।
 
আটককৃতরা হলেন - উপজেলার মধ্য বাসুদেবপুর গ্রামের মন্জুম আলীর ছেলে সামসুল হক (৩৭) এবং একই এলাকার ভুট্টু মিয়ার ছেলে মো. জসিম উদ্দিন (৩০)।
 
র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার তৌফিক জানান, গোপন সংবাদ পাই হিলি সীমান্ত দিয়ে দুই  চোরাকারবারি মাদক পাচার করবে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে ওই দুই যুবক ভারত থেকে দেশে প্রবেশ করলে র‌্যাব সদস্যরা তাদের আটক করে। পরে তাদের শরীর তল্লাশি করে ভারতীয় আমদানি নিষিদ্ধ ২৫৫ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশন উদ্ধার করা হয়।  
 
র‌্যাব আরো জানায়, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা নেশাজাতীয় মাদকদ্রব্য বুপ্রেনরফিন ইঞ্জেকশন অবৈধভাবে সংগ্রহ করে দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক কারবারিদের কাছে সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হিলি হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুসারে মামলা হয়েছে।