ঢাকা Friday, 19 April 2024

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ৩০ শিক্ষার্থী বহিষ্কার

স্টার সংবাদ

প্রকাশিত: 22:24, 23 November 2021

আপডেট: 22:46, 23 November 2021

চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ৩০ শিক্ষার্থী বহিষ্কার

ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় জড়িত চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) ৩০ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সেই সঙ্গে আগামী ২৭ নভেম্বর চমেক খুলবে বলে জানা গেছে।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সাহেনা আক্তার এসব তথ্য জানান।

বহিষ্কৃত শিক্ষার্থীদের মধ্যে আট শিক্ষার্থীকে দুই বছর, দুই শিক্ষার্থীকে দেড় বছর এবং ২০ শিক্ষার্থীকে এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

গত ২৯ অক্টোবর রাতে ও ৩০ অক্টোবর সকালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী এবং নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারীদের মধ্যে দুই দফায় সংঘর্ষ হয়।

৩০ অক্টোবর সকালে সংঘর্ষে আহত হন মাহাদী আকিব, মাহফুজুল হক ও নাইমুল ইসলাম নামে তিন শিক্ষার্থী। সংঘর্ষের জেরে ৩০ অক্টোবর সন্ধ্যায় ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। ওইদিন সন্ধ্যাতেই শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয় কলেজ কর্তৃপক্ষ। একই সঙ্গে তদন্ত কমিটি করা হয়।

সংঘর্ষের ঘটনায় পাঁচলাইশ ও চকবাজার থানায় পাল্টাপাল্টি দুটি মামলা হয়। পাঁচলাইশ থানার মামলায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।