ঢাকা Friday, 26 April 2024

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. বেনু কুমার

স্টার সংবাদ

প্রকাশিত: 21:36, 6 May 2021

আপডেট: 23:24, 6 May 2021

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য ড. বেনু কুমার

রসায়ন বিভাগের অধ্যাপক ড. বেনু কুমার দে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) হিসেবে নিয়োগ পেয়েছেন। বুধবার (৫ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, ‘বুধবার (৫ মে) বিকেলে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি চিঠি পেয়েছি। ওই চিঠিতে রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক বেনু কুমার দে-কে উপ-উপাচার্য পদে আগামী চার বছরের জন্য নিয়োগ দেয়া হয়েছে।’

প্রজ্ঞাপনে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১৪ (১) ধারা অনুসারে অধ্যাপক বেনু কুমার দে, অধ্যাপক, রসায়ন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম-কে উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (অ্যাকাডেমিক) পদে পাঁচ শর্তে নিয়োগ দেয়া হলো।’

বৃহস্পতিবার (৬ মে) দায়িত্ব গ্রহণ করবেন অধ্যাপক বেনু কুমার। এছাড়া নিয়মিত চাকরি থেকে অবসরে গেলেও অবসর শেষে তিনি উক্ত পদের অবশিষ্ট মেয়াদ পূর্ণ করতে পারবেন বলে প্রজ্ঞাপনে বলা হয়।