ঢাকা Friday, 19 April 2024

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজী মুহম্মদ মুহসীনের ম্যুরাল উদ্বোধন

স্টার সংবাদ

প্রকাশিত: 21:29, 6 May 2021

ঢাকা বিশ্ববিদ্যালয়ে হাজী মুহম্মদ মুহসীনের ম্যুরাল উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হাজী মুহম্মদ মুহসীনের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ মে) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ম্যুরাল উদ্বোধন করেন।

এসময় অন্যান্যের মধ্যে হল প্রাধ্যক্ষ ও ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান বলেন, হাজী মুহম্মদ মুহসীন একজন সম্মানীয় এবং দানবীর ব্যক্তি ছিলেন। তারই স্মরণে আমরা আজ একটি ম্যুরাল উদ্বোধন করেছি।

হাজী মুহম্মদ মুহসীন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি ঐতিহ্যবাহী আবাসিক হল। ১৯৬৭ সালে তৎকালীন সর্ববৃহৎ আবাসিক হল হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। এর নামকরণ করা হয়েছে উপমহাদেশের অন্যতম শিক্ষানুরাগী এবং দানবীর হাজী মুহম্মদ মুহসীনের নামে। হলটির বর্তমান প্রভোস্ট অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া।