
গেটে ঝুলছে তালা।
বিএনপি-জামায়াত ঘোষিত তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির তৃতীয় দিনে সমর্থন জানিয়ে ঢাকা কলেজের মূল ফটকে ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিনটি গেটে তালা ঝুলিয়ে দিয়েছে ছাত্রদল।
বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর এই দুই প্রতিষ্ঠানে তালা দেয় ছাত্রদল নেতাকর্মীরা।
ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, দীর্ঘদিন ধরেই ক্যাম্পাসে গণতান্ত্রিক রাজনৈতিক চর্চা নেই। সেটি নিশ্চিত করতে বার বার প্রশাসনকে বলা হলেও তারা ভ্রূক্ষেপ করেনি। তাই ছাত্রদল অনেকটা নীরবে-নিভৃতেই কার্যক্রম পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতায় সকালে দলীয় কর্মসূচির অংশ হিসেবে অবরোধকে সমর্থন জানিয়ে ক্যাম্পাসের গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
এদিকে, ঢাকা কলেজের মূল ফটকে তালা দেওয়ার কিছু সময় পরেই কলেজ কর্তৃপক্ষ তালা ভেঙে ফটক খুলে দেন। পরে আবার ছাত্রদল তালা দেয় এবং এখন পর্যন্ত পকেট গেটে তালা লাগানো রয়েছে।
অপরদিকে, জবি শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম এবং সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর, চার নম্বর গেট (ব্যাংকের গেট) ও পোগেজ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ গেটে তালা ও ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়।
সরকারের পদত্যাগের এক দফা দাবি, মহাসমাবেশে হামলা ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি-জামায়াত ও বিরোধী দলগুলোর দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি চলছে।