ঢাকা Friday, 19 April 2024

চবিতে ছাত্রলীগের ১৭ নেতাকর্মীকে বহিষ্কার

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 17:36, 11 January 2023

আপডেট: 19:03, 11 January 2023

চবিতে ছাত্রলীগের ১৭ নেতাকর্মীকে বহিষ্কার

ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সংঘর্ষ ও মারধরের ঘটনায় ছাত্রলীগের ১৭ নেতাকর্মী, পাশাপাশি ছাত্র অধিকার পরিষদের এক কর্মীসহ ১৮ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করা হয়েছে। 

সোমবার (৯ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব রেসিডেন্স হেলথ অ্যান্ড ডিসিপ্লিনারি কমিটির ভার্চুয়াল সভায় ওই শিক্ষার্থীদের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়। মঙ্গলবার (১০ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কর্তৃপক্ষ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, উপাচার্য প্রফেসর শিরিণ আখতারের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিসিপ্লিনারি কমিটির সভায় বহিষ্কারের সিদ্ধান্তটি নেয়া হয়েছে। এতে ১৬ জনকে একবছর, একজনকে দুইবছর ও একজনকে দেড় বছরের জন্য বহিষ্কার করা হয়। 

গত কয়েক মাসে ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সংঘর্ষ, হলে ভাঙচুর, সাংবাদিককে মারধরসহ বিভিন্ন ঘটনায় এ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর রবিউল হাসান।