ঢাকা Wednesday, 24 April 2024

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৫

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 18:57, 6 January 2023

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ৫

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় পাঁচ জন আহত হয়েছেন। বিবাদমান গ্রুপ দুটি হলো ‘ভিএক্স’ ও ‘সিক্সটি নাইন’৷ 

গতকাল বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে ছাত্রলীগের বগিভিত্তিক গ্রুপ সিক্সটি নাইনের এক কর্মীকে মারধরের ঘটনার জের ধরে সংঘর্ষের এ ঘটনা ঘটে। 

এর আগে ট্রেনে ছাত্রলীগের দুটি অংশের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ঘটনা জানাজানি হলে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় সিক্সটি নাইন গ্রুপ শাহজালাল হল এবং ভিএক্স সোহরাওয়ার্দী হলে অবস্থান নিয়ে একে অপরকে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে।

এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী  ইসলামের ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মামুন ও হিসাব বিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের মো. মানিক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শাহ পরানসহ পাঁচ জন আহত হয়। এদের মধ্যে মামুন এবং মানিক সিক্সটি নাইন গ্রুপের এবং শাহ পরান ভিএক্স গ্রুপের কর্মী। এ দুটি উপদল ছাত্রলীগের নিয়ন্ত্রণাধীন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক  রবিউল হাসান ভুঁইয়া জানান, সামান্য বিষয় থেকে এ ঘটনা ঘটেছে। পরিস্থিতি শান্ত আছে।  পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি শান্ত হয়৷