ঢাকা Thursday, 28 March 2024

ঢাবি সমাবর্তন : ভার্চুয়ালি যুক্ত হয়েছেন ৭ কলেজের শিক্ষার্থীরা

স্টার সংবাদ

প্রকাশিত: 19:10, 19 November 2022

আপডেট: 19:11, 19 November 2022

ঢাবি সমাবর্তন : ভার্চুয়ালি যুক্ত হয়েছেন ৭ কলেজের শিক্ষার্থীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৩তম সমাবর্তন চলছে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে। এতে চারটি এলইডি স্ক্রিনের মাধ্যমে যুক্ত হয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। 

শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে জুমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা কলেজ ভেন্যু থেকে যুক্ত হন তারা। 

সমাবর্তনে সভাপতিত্ব করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত আছেন নোবেল বিজয়ী ফরাসি অর্থনীতিবিদ অধ্যাপক ড. জাঁ তিরল। 

এর আগে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. ইউসুফসহ অধিভুক্ত চারটি কলেজের অধ্যক্ষদের নেতৃত্বে কলেজের প্রশাসনিক ভবনের সামনে শুরু হয় সমাবর্তন শোভাযাত্রা। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবর্তন ভেন্যুতে এসে শেষ হয়। এরপর অতিথিরা গ্র্যাজুয়েটদের সঙ্গে নিয়ে আসন গ্রহণ করেন। সমাবর্তনের প্যান্ডেলে বিজ্ঞান, বাণিজ্য এবং কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে আলাদা জায়গা। দর্শক সারির সামনে ও মাঝে দেয়া হয়েছে চারটি স্ক্রিন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের তত্ত্বাবধানে এই ডিজিটাল কনফারেন্স স্থাপন করা হয়েছে।