ঢাকা Tuesday, 23 April 2024

ভেটেরিনারিতে দেশসেরা ও এশিয়ায় তৃতীয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

ব্যুরো প্রধান, ময়মনসিংহ

প্রকাশিত: 21:27, 16 January 2022

ভেটেরিনারিতে দেশসেরা ও এশিয়ায় তৃতীয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

আয়তনে দেশের দ্বিতীয় বৃহত্তম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। দীর্ঘ সময় ধরে শিক্ষা, গবেষণায় অসামান্য অবদান রাখা প্রতিষ্ঠানটি ইতোমধ্যে দেশ-বিদেশে ব্যাপক সুনাম অর্জন করেছে। এবার ভেটেরিনারি শিক্ষায় দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের খেতাব অর্জন করেছে বাকৃবি। 

সম্প্রতি এডু র‌্যাংক কর্তৃক প্রকাশিত এক সমীক্ষায় দেখা যায়, ভেটেরিনারি শিক্ষা ও গবেষণায় দেশের সেরা বিশ্ববিদ্যালয় বাকৃবি। দ্বিতীয় অবস্থানে রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় ঢাকা বিশ্ববিদ্যালয়। দেশসেরা হওয়ার পাশাপাশি এই ক্যাটাগরিতে বাকৃবি এশিয়া মহাদেশে তৃতীয় এবং বিশ্বে ৫৭তম স্থানে রয়েছে। মূলত পশু চিকিৎসায় গবেষণার ভিত্তিতে এই র‌্যাংকিং করা হয়েছে বলে ওয়েবসাইটে জানানো হয়। 

বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মকবুল হোসেন বলেন, বাকৃবি দেশের ভেটেরিনারি শিক্ষার মাতৃভূমি। এখানকার শিক্ষকরা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় অনেক বেশি দক্ষ ও যোগ্যতাসম্পন্ন। আমাদের গবেষণাগুলো বড় বড় জার্নালে প্রকাশিত হয়। আমাদের শিক্ষার মান ও গবেষণাগুলোকে সঠিকভাবে মূল্যায়নের ফলেই আমরা দেশসেরা হতে পেরেছি।