ঢাকা Friday, 26 April 2024

উপাচার্যের আশ্বাসে গভীর রাতে হলে ফিরলেন শাবিপ্রবির ছাত্রীরা

সারাদেশ ডেস্ক

প্রকাশিত: 17:22, 14 January 2022

আপডেট: 20:35, 14 January 2022

উপাচার্যের আশ্বাসে গভীর রাতে হলে ফিরলেন শাবিপ্রবির ছাত্রীরা

ছবি সংগৃহীত

হল প্রভোস্টের পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলনরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) আবাসিক ছাত্রীরা হলে ফিরেছেন  বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের আশ্বাসে। তবে তারা হুঁশিয়ার করে দিয়েছেন, ইতিবাচক ফল না পেলে ফের আন্দোলনে নামবেন। 

আন্দোলনরত ছাত্রীদের অভিযোগ, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রভোস্ট জাফরিন আহমেদ লিজার দুর্ব্যবহারে তারা অতিষ্ঠ। এছাড়া রয়েছে নানা অব্যবস্থাপনা। ভালো নয় খাবারের মান। এ বিষয়ে বারবার জানিয়েও কোনো সুরাহা হয়নি।

এসব কারণে বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাত সাড়ে ১২টায় আন্দোলনে নামেন হলের ছাত্রীরা। তারা হলের বাইরে অবস্থান নিয়ে হল প্রভোস্টের পদত্যাগসহ তিন দফা দাবি জানান।

একপর্যায়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল কমিটির সদস্যরা আন্দোলনকারী ছাত্রীদের দাবি মেনে নেয়ার আশ্বাস দেন। এরপর রাত আড়াইটার দিকে আন্দোলন প্রত্যাহার করে হলে ফিরে যান বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের ছাত্রীরা।