ঢাকা Saturday, 20 April 2024

ঢাবিতে ডিন নির্বাচনে নীলদল জয়ী

স্টার সংবাদ

প্রকাশিত: 21:39, 13 January 2022

ঢাবিতে ডিন নির্বাচনে নীলদল জয়ী

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ডিন নির্বাচনে নীলদলের প্রার্থীরা জয়ী হয়েছেন। নীলদল আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের সংগঠন। 

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। দুপুর ২টার দিকে ফল ঘোষণা করা হয়।

ডিন নির্বাচনে বিজয়ীরা হলেন - কলা অনুষদে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক আবদুল বাছির, সামাজিকবিজ্ঞান অনুষদে অপরাধ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান, ব্যবসায় শিক্ষা অনুষদে অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের অধ্যাপক মুহাম্মাদ আবদুল মঈন, বিজ্ঞান অনুষদে ফলিত গণিত বিভাগের অধ্যাপক আবদুস সামাদ, জীববিজ্ঞান অনুষদে প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক একেএম মাহবুব হাসান, ফার্মেসি অনুষদের ফার্মেসি বিভাগের অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক হাফিজ মো. হাসান বাবু, চারুকলা অনুষদে অঙ্কন ও চিত্রায়ন বিভাগের অধ্যাপক নিসার হোসেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদে ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক মো. জিল্লুর রহমান এবং আইন অনুষদের আইন বিভাগের অধ্যাপক ড. মো. রহমত উল্লাহ।

এদিকে বিএনপি ও জামায়াত সমর্থক শিক্ষকদের সাদাদলের সব প্রার্থী এই নির্বাচনে হেরেছেন।