ঢাকা শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

Star Sangbad || স্টার সংবাদ

বকশীগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ০০:১৩, ২৬ ফেব্রুয়ারি ২০২৩

বকশীগঞ্জে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

জামালপুরের বকশীগঞ্জে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে প্রাণিসম্পদ প্রদর্শনী শনিবার (২৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ দফতরের উদ্যোগে বকশীগঞ্জ সরকারি টেক্সটাইল ভোকেশনাল মাঠে দিনব্যাপী এই প্রদর্শনী উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল মান্নান। সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. নাজমুন নাহারের সঞ্চলনায় বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ওসি মো. সোহেল রানা, জেলা পরিষদ সদস্য জয়নাল আবেদিন, জেলা পরিষদের সংরক্ষিত সদস্য শিলা সারোয়ার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাসুমা ইয়াসমীন, উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. শাহরিয়ার মাহমুদ আরমান, উপজেলা ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল্লাহ আল মোকারেছ খোকন, উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ প্রমুখ।

আলোচনা সভা শেষে ৪০টি স্টল পরিদর্শন করেন অতিথিরা। পরে প্রদর্শনীতে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।