ঢাকা Thursday, 18 April 2024

আমের মুকুলের গন্ধে সুরভিত মতলব উত্তর

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

প্রকাশিত: 23:56, 18 February 2023

আমের মুকুলের গন্ধে সুরভিত মতলব উত্তর

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আমের মুকুলের ঘ্রাণে সুরভিত হয়ে উঠেছে চারদিক। এ যেন বসন্তের শুরুতেই মধুমাসের আগমনী বার্তা। এখানকার আমবাগানগুলো ছেয়ে গেছে মুকুল। 

বাগান মালিকরা জানান, আমের ফলন নির্ভর করছে আবহাওয়ার ওপর। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর আমের বাম্পার ফলন হবে।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার শিকিরচর, সটাকী, ষাটনল, ঠাকুরচর, বারো আনি, ছেংগারচর, আদুরভিটি, ঘনিয়ারপাড় গ্রামের বাগানগুলো ঘুরে দেখা যায়, এবার বড় গাছের চেয়ে ছোট ও মাঝারি আকারের গাছে বেশি মুকুল ধরেছে। দেশি আমের পাশাপাশি রয়েছে আম্রপালি, গোপালভোগ, ল্যাংড়া ও ফজলি। 

আদুরভিটি গ্রামের আমবাগানের মালিক সিরাজ আখন্দ বলেন, বাগানের অধিকাংশ গাছে মুকুল এসেছে। এবার কুয়াশা কম থাকায় মুকুল ভালোভাবে প্রস্ফুটিত হয়েছে। এখন আমের ভালো ফলন পেতে ছত্রাকনাশক প্রয়োগসহ বাগানের পরিচর্যা চলছে। 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সালাউদ্দিন জানান, এই উপজেলার আবহাওয়া ও মাটি আম চাষের উপযোগী। এ কারণে প্রায় প্রতিটি বাসাবাড়িতেই আমগাছ দেখা যায়।

তিনি বলেন, এ বছর আবহাওয়া অনুকূল থাকায় আমের উৎপাদন গত বছরের তুলনায় অনেক বেশি হবে বলে আমরা আশাবাদী।