ঢাকা Friday, 29 March 2024

দেশে খাদ্য সংকটের শঙ্কা নেই: কৃষিমন্ত্রী

স্টার সংবাদ

প্রকাশিত: 19:28, 25 January 2023

দেশে খাদ্য সংকটের শঙ্কা নেই: কৃষিমন্ত্রী

সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কৃষকরা ধান বিক্রি করছে; তাই ন্যায্য দাম পাওয়া নিয়ে কৃষদের কোনো অভিযোগ নেই বলে ডিসিরা জানিয়েছেন। সেইসঙ্গে খাদ্য সংকটের কোনো আশঙ্কা করেননি ডিসিরা বলে জানান কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

বুধবার (২৫ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে ডিসিদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।   

কৃষিমন্ত্রী জানান, খাদ্য নিরাপত্তা, বণ্টন, বিতরণে জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে।

আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে নির্দেশ দেওয়া হয়েছে। হাওর এলাকাসহ নিম্নাঞ্চল, জলাভূমি এলাকা, লবণাক্ত অঞ্চলে লবণ-সহিষ্ণু ফসল উদ্ভাবন ও ফলনে সহযোগিতা করবে ডিসিরা।

মঙ্গলবার (২৪ জানুয়ারি) থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন। মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে দেশের আট বিভাগের বিভাগীয় কমিশনাররাও অংশ নিয়েছেন।