ঢাকা Tuesday, 16 April 2024

বিশ্ব পরিবেশ দিবস

স্টার সংবাদ

প্রকাশিত: 19:02, 5 June 2021

বিশ্ব পরিবেশ দিবস

বিশ্ব পরিবেশ দিবস আজ ( জুন, শনিবার)। ‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ প্রতিপাদ্যে এবারের জাতীয় বৃক্ষরোপণ অভিযান উদযাপন করা হবে।

জাতিসংঘ পরিবেশ কর্মসূচি এর ঘোষণা অনুযায়ী ‘প্রতিবেশ পুনরুদ্ধার, হোক সবার অঙ্গীকার’ প্রতিপাদ্যে এবং ‘ প্রকৃতি সংরক্ষণ করি, প্রজন্মকে সম্পৃক্ত করি’ শ্লোগানে বিভিন্ন দেশ এ বছর বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করছে।

বিশ্বজুড়ে বেড়েছে প্রাকৃতিক দুর্যোগ। জনজীবনকে রক্ষা করতে জলবায়ু পরিবর্তন প্রতিরোধ করাকেই একমাত্র পথ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

দ্রুত উন্নয়নের বিপরীতে ধ্বংস হয়ে চলেছে প্রকৃতি ও জীববৈচিত্র্য। বৈশ্বিক উষ্ণায়নের ফলে বিনষ্ট হচ্ছে প্রকৃতির স্বাভাবিকতা। সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে বেড়েছে ঝড় বন্যাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ। এসব থেকে জনজীবনকে রক্ষা করতে জলবায়ু পরিবর্তন প্রতিরোধ করকেই একমাত্র পথ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ক্রমাগত বন উজাড়, জলাশয় ভরাটের পাশাপাশি অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ খনিজ উত্তোলনের মাধ্যমে যান্ত্রিকতার দিকে এগিয়ে চলার পথে প্রকৃতির ভারসাম্য নষ্ট করছে মানুষ। ডেকে আনছে বিপদ।

বছর-বছর ঘূর্ণিঝড় ও জলোচ্ছাসে বিপন্ন বাংলাদেশের দক্ষিণাঞ্চলের মানুষকে বাঁচাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি বলেও মনে করেন গবেষকরা।