ঢাকা Sunday, 04 June 2023

বন্যায় ফসলের তেমন ক্ষতি হয়নি : কৃষিমন্ত্রী

স্টার সংবাদ

প্রকাশিত: 22:05, 22 June 2022

বন্যায় ফসলের তেমন ক্ষতি হয়নি : কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক বলেছেন, দেশে এবারের বন্যায় ফসলের তেমন ক্ষতি হয়নি। ক্ষতি যেটুকু হয়েছে, সেটা পুষিয়ে নিতে সরকারের যথেষ্ট প্রস্তুতি আছে।

বুধবার (২২ জুন) রাজধানীতে হোটেল সোনারগাঁওয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

আব্দুর রাজ্জাক বলেন, আমাদের ১১ লাখ হেক্টর জমিতে আউশ আছে। সেখানে আমাদের ৫০ হাজার হেক্টরের মতো আক্রান্ত হয়েছে। কাজেই এখনো ওইরকম কোনো ক্ষতি হয়নি।

মন্ত্রী বলেন, ‘এখন কোনো মেজর ফসল নাই। তবে বাংলাদেশে এই সময়ে তো বন্যা দীর্ঘস্থায়ী হয়। তাহলে আমনের একটা… ই (সম্ভাবনা) … রয়েছে ক্ষতি হওয়ার। তারপর আউশও ক্ষতি হচ্ছে। এগুলো দেখে আমরা পুনর্বাসন কর্মসূচি …।’

সরকারের প্রস্তুতি তুলে ধরে কৃষিমন্ত্রী বলেন, ‘এ পর্যন্ত যতটুকু ক্ষতি হয়েছে তা পুষিয়ে নেওয়ার জন্য সরকার খুবই তৎপর এবং এ ব্যাপারে তাদের যথেষ্ট প্রস্তুতি আছে। আমাদের পর্যাপ্ত বীজ আছে…যদি বীজতলা নষ্ট হয়ে যায়, নতুন করে আবার বীজতলা আমরা করব…।’

ক্ষতিগ্রস্ত সবজি চাষিদের প্রণোদনার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী বলেন, পরবর্তীতে রবিশস্য আবাদে সরকার চাষিদের বিনামূলে বীজ ও সার দেবে।

কৃষিমন্ত্রী বলেন, ‘দুর্যোগে করণীয় হিসেবে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হবে। সেটি আমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। আমরা স্ট্রেসড পরিবেশে গেলে কী হবে? ধান পানির নিচে চলে যাবে, লবণাক্ততা বাড়বে, খরা বাড়বে। এগুলোর জন্য স্ট্রেস রেসিস্ট্যান্ট ধানের জাত, বিভিন্ন ফসলের জাত আমাদের বিজ্ঞানীদের আবিষ্কার করতে হবে।’